Youth for children

সুবিধাবঞ্চিত ও জেলে পল্লীর শিশুদের নিয়ে গত ১৩ ডিসেম্বর,২০২৪ (শুক্রবার)গাইবান্ধা সদর উপজেলার কামরজানি ইউনিয়নের গোঘাট এলাকায় একটি সেশন অনুষ্ঠিত হয়েছে। প্রায় অর্ধশতাধিক শিশু এতে অংশগ্রহণ করে। সেশনটি পরিচালনা করেন Youth for Children গাইবান্ধার চেইঞ্জ মেকার মোঃ মেহেদী হাসান।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, সচেতনতা ও দক্ষতা উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ আয়োজন। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। সেশনে শিক্ষামূলক গল্প বলা, এবং তাদের অধিকার নিয়ে আলোচনা করা হয়।
এ উদ্যোগ শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। মোঃ মেহেদী হাসানের মতো চেইঞ্জ মেকাররা গ্রামীণ সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে সমাজে উদাহরণ সৃষ্টি করছেন। এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।