শিশু ও যুব অধিকার সচেতনতা বিষয়ক সার্ভে ২০২৫”

শিশু ও যুব অধিকার সচেতনতা বিষয়ক সার্ভে ২০২৫” এর সফল সমাপ্তি!
আয়োজক: ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার’স (IYCM)

আমাদের সর্বশেষ সচেতনতা বিষয়ক সার্ভেতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জন শিশু ও যুবক/যুবতী।
তাদের মতামত ও অভিজ্ঞতা আমাদেরকে স্পষ্ট করেছে—
তরুণ প্রজন্ম নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে, তবে এখনো অনেক কাজ বাকি!

এই সার্ভের ফলাফলে আমরা জানতে পেরেছি:• অধিকাংশ উত্তরদাতা তাদের অধিকার সম্পর্কে আংশিক জানেন।
• শিক্ষা, শিশু সুরক্ষা ও নেতৃত্বের সুযোগ উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে।
• অনেকে নিজের অধিকার লঙ্ঘিত হতে দেখেছেন বা অনুভব করেছেন।

এই ফলাফল আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে অনুপ্রাণিত করেছে।

আমরা কৃতজ্ঞ প্রতিটি অংশগ্রহণকারীর প্রতি।
আপনার মতামতই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে!

IYCM আগামী দিনেও শিশু ও যুব অধিকার রক্ষায় সচেতনতা, প্রশিক্ষণ ও কর্মসূচি চালিয়ে যাবে।

#IYCM #YouthVoices #ChildRights #SurveySuccess #ChangeMakers #BangladeshYouth