জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামূলক সেমিনার


জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতামূলক সেমিনার
পরিবেশ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আমরা যদি এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাবো এক ভয়াবহ পৃথিবী। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান Dialect Chunarughat “ডায়ালাক্ট চুনারুঘাট”-এ আয়োজন করা হয় উক্ত সেমিনার
সেমিনারটি পরিচালনা করেন International Youth Change Maker (IYCM)-এর চেঞ্জ মেকার মোঃ খালিদ হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এমএ মামুন ও সাজ্জাদুর শাহান।
সেমিনারে অংশগ্রহণ করেন তরুণ-তরুণীরা, যাদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা, এর কারণ ও প্রতিকার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
প্রধান আলোচ্য বিষয়সমূহ:
জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রভাব ও ভবিষ্যৎ ঝুঁকি।
পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা।
তরুণদের পরিবেশ রক্ষায় নেতৃত্ব গ্রহণ।
সচেতনতা ছড়িয়ে দেওয়ার পদ্ধতি ও কৌশল।
সেমিনার শেষে অংশগ্রহণকারীদের গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহঃ
গাছ লাগিয়ে পরিবেশ রক্ষাপুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উৎসাহ।
প্লাস্টিক বর্জন।
সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
নিজের পরিবার, বন্ধু ও সমাজকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা।
আমাদের প্রিয় বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের সম্মুখীন। উপকূলীয় অঞ্চল ডুবে যাচ্ছে, কৃষিকাজে বিপর্যয় নেমে এসেছে, প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এখনই সময় আমরা সবাই একত্র হয়ে কাজ করি।
আমরা বিশ্বাস করি, তরুণরাই পারে এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে।
আমরা সবাই সচেতন হই, অন্যকে সচেতন করি।
পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎকে নিরাপদ করি।
এই ক্যাম্পেইনে শিশুদের পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে, এগুলো পরিত্যাগ করার গুরুত্ব বোঝানো হয়। পাশাপাশি, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
শুধু পরিবেশ সংরক্ষণ নয়, ছোটবেলা থেকেই একজন দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে কীভাবে গড়ে উঠতে হয়, সে বিষয়েও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত হবে।